"মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০"


প্রিয় উদ্যোক্তাবৃন্দ,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উৎযাপনের অংশহিসেবে সারাদেশের ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল জনগণকে ই-সেবা সম্পর্কে অবহিতকরণ এবং ডিজিটাল সেন্টারের সেবা গ্রহণে মাসব্যাপি ‘মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০’ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটুআই ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নে দেশের প্রতিটি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে নিজ নিজ সেন্টার থেকে মাসব্যাপী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ ও সেবা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সময়কালঃ ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২০ পর্যন্ত তারিখে ক্যাম্পেইন সম্পন্ন করতে হবে। ক্যাম্পেইনটি  ১ মাস ব্যাপী একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে। 

স্থানঃ স্ব স্ব ডিজিটাল সেন্টারসমূহে ক্যাম্পেইনটি আয়োজন এবং প্রতিদিন একসেবায় রিপোর্ট আপলোড করতে হবে।

পুরস্কারঃ  ক্যাম্পেইনের আওতায় সেরা ই-সেবা প্রদানকারী দেশসেরা ১০ জন কে এটুআই হতে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে এবং বিভাগীয় পর্যায়ে প্রত্যেক বিভাগ থেকে ০১ জন করে মোট ৮ জন কে পুরস্কৃত করা হবে। আগামি ১১ই নভেম্বর ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে আনুস্থানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ফেসবুক লাইভ লিংকঃ ডিজিটাল সেন্টার গুপে ইভেন্ট দেওয়া আছে।

 

এক ক্যাম্পেইনের মাধ্যমে একই সাথে ডিজিটাল সেন্টারের দেশব্যাপী প্রচারণা ও উদ্যোক্তার আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। ছুটির এই ২ দিনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, লিফলেট প্রিন্ট, ও অন্যান্য প্রস্তুতি সম্পন্নকরণের জন্য অনুরোধ করা হলো। প্রযোজ্য ক্ষেত্রে স্ব স্ব ইউপি চেয়ারম্যান, কমিশনার বা দায়িত্বশীল উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও নাগরিকবৃন্দের উপস্থিতিতে‘মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০’ উদ্বোধন করবেন।

 

ফেসবুক/ফটো ফ্রেমঃ ড্রাইভ থেকে ফটোফ্রেম নিয়ে নিজ নিজ ডিজিটাল সেন্টারের নাম সংযোজন করে প্রিন্ট করে ফটোফ্রেমবোর্ড বানাবেন। গ্রাহক ও নিজের ছবিতুলে #ট্যাগ দিবেন ‘মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০’

 

ক্যাম্পেইন উদ্বোধনের ব্যানারঃ ড্রাইভ এ স্যাম্পল দেওয়া আছে, AI File থেকে এডিট করে নিজের মতো সাজিয়ে নিবেন। প্রয়োজনে আমাদের সাথে আলাপ করে/চেক করে নিবেন।

 

সেবার নাম ও সেবার মূল্য তালিকাঃ সেবার নাম ও সেবার ফি উল্লেখ করে ব্যানার প্রিন্ট করে সেন্টারে টাঙিয়ে রাখবেন। এতে গ্রাহকদের বুঝতে সহজ হবে।

 

অডিও ট্রাকঃ ক্যাম্পেইনের জন্য একটি অডিও ট্রাক তৈরি করা হয়েছে। ড্রাইভ থেকে ডাউনলোড করে মাইকিং করবেন এবং নিজ নিজ সেন্টারে বাজাবেন।

 

ভিডিও ডকুমেন্টারিঃ ডিজিটাল সেন্টারের উপর তৈরিকৃত থিম সং টি সম্ভব হলে প্রজেক্টর/টিভি স্কিনে গ্রাহকদের জন্য উপস্থাপন করবেন।

 

একসেবা রিপোর্টঃ প্রতিদিনের প্রদানকৃত ই-সেবার প্রতিবেদন একসেবা তে দাখিল করবেন। একসেবা তে ‘মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০’ নামে উদ্যোক্তার ড্যাশবোর্ডে একটি নতুন লাল রঙের অপশন দেখতে পাবেন। ১১ তারিখ হতে এই প্রতিবেদন দাখিল করতে পারবেন।

ড্রাইভ লিংকঃ https://drive.google.com/drive/folders/16PuuVgNtcjlYSxtX6dZZWczOU3eKb954?fbclid=IwAR0yWSG2khNmu0DV4G_tz-RxCto2ngDbFfZsv7QOwM_M9uKvFdu0GrwWOwU 

উদ্বোধনী দিনে ফেসবুক লাইভে আপনাদের প্রস্তুতি ও কর্মকাণ্ডগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন। মন রাখবেন, আপনাদের গৃহীত উদ্যোগ, পরিকল্পনা, সেবা প্রদান, প্রচারণা সব মিলিয়েই দেশসেরা বিজয়ী খুজে পেতে সহযোগিতা করবে।

 

ক্যাম্পেইন বিষয়ক যে কোন পরামর্শের জন্য আলাপ করুন

মোঃ মাসুম বিল্লাহ (ন্যাশনাল কনসালট্যান্ট) এটুআই ০১৭১১-১৮১৫৪০

 

শুভকামনা সবার জন্য।

ধন্যবাদ।