‘একসেবা’ প্লাটফর্মে সকল উদ্যোক্তার নিবন্ধন ও নিয়মিত রিপোর্ট আপলোডকরণ'


প্রিয় উদ্যোক্তাবৃন্দ

শুভেচ্ছা নিবেন। ইতোমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে, এটুআই এঁর নির্দেশনা মোতাবেক ডিজিটাল সেন্টার পরিচালনায় প্রত্যেক উদ্যোক্তাকে একসেবায়(http://uddokta.eksheba.gov.bd/) নিবন্ধিত হয়ে সেবা কার্যক্রম পরিচালনা ও নিয়মিত সাপ্তাহিক রিপোর্ট আপলোড করতে বলা হয়েছে।

একসেবাতে নিবন্ধিত না হলে তিনি বা সেসকল ডিজিটাল সেন্টারসমূহ অবৈধ এবং সকল প্রকার দাপ্তরিক সুবিধা হতে বঞ্চিত হবে।

আপনারা ইতোমধ্যে দেখেছেন যে, জেলা প্রশাসনসমূহের আয়োজনে চলমান উদ্যোক্তাদের জন্য আয়োজিত 'জেলা ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে' যে সকল উদ্যোক্তার একসেবাতে আইডি/নিবন্ধন নাই তাদেরকে এই প্রশিক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং যারা এখনো একসেবায় নিবন্ধন -করেন নি তাঁরা নিজের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতকরণে আগামি ০২ দিনের মধ্যে সকলকে একসেবায় নিবন্ধিত হয়ে নিয়মিত রিপোর্ট আপলোডের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

· একসেবায় নিবন্ধন করতে নিচের লিঙ্কে প্রবেশ করে তথ্য প্রদান করুনঃ

http://uddokta.eksheba.gov.bd/entrepreneur-registrations

· একসেবায় পাসওয়ার্ড ভুলে গেলে নিচের লিঙ্কে প্রবেশ করে আপনার ইমেইল দিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিনঃ

http://uddokta.eksheba.gov.bd/pass-reset

· এছাড়া আপনি নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে একসেবায় নিবন্ধন করতে পারেনঃ লিংক

https://www.youtube.com/watch?v=bKqZI6rHx_Y

· একসেবা ওয়ালেট নিবন্ধন টিউটোরিয়াল লিংকঃ

https://www.youtube.com/watch?v=7labmaB78oY&t=1s

একসেবা উদ্যোক্তা প্লাটফর্মে নিবন্ধন, পাসওয়ার্ড রিসেট, রিপোর্ট আপলোড সংক্রান্ত যেকোনো সমস্যায় যোগাযোগ করুনঃ

জনাব প্রিন্স

মোবাইলঃ ০১৭৪২-০২৪৩৮৬

ইমেইলঃ [email protected]

এরপরেও কাঙ্ক্ষিত সেবা না পেলে নিচের ইমেইলে বিস্তারিত লিখে ইমেইল করুনঃ

To: [email protected]

CC:

[email protected]

[email protected]

ধন্যবাদ।