প্রিয় উদ্যোক্তাবৃন্দ
শুভেচ্ছা নিবেন। ইতোমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে, এটুআই এঁর নির্দেশনা মোতাবেক ডিজিটাল সেন্টার পরিচালনায় প্রত্যেক উদ্যোক্তাকে একসেবায়(http://uddokta.eksheba.gov.bd/) নিবন্ধিত হয়ে সেবা কার্যক্রম পরিচালনা ও নিয়মিত সাপ্তাহিক রিপোর্ট আপলোড করতে বলা হয়েছে।
আপনারা ইতোমধ্যে দেখেছেন যে, জেলা প্রশাসনসমূহের আয়োজনে চলমান উদ্যোক্তাদের জন্য আয়োজিত 'জেলা ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে' যে সকল উদ্যোক্তার একসেবাতে আইডি/নিবন্ধন নাই তাদেরকে এই প্রশিক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং যারা এখনো একসেবায় নিবন্ধন -করেন নি তাঁরা নিজের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতকরণে আগামি ০২ দিনের মধ্যে সকলকে একসেবায় নিবন্ধিত হয়ে নিয়মিত রিপোর্ট আপলোডের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
· একসেবায় নিবন্ধন করতে নিচের লিঙ্কে প্রবেশ করে তথ্য প্রদান করুনঃ
http://uddokta.eksheba.gov.bd/entrepreneur-registrations
· একসেবায় পাসওয়ার্ড ভুলে গেলে নিচের লিঙ্কে প্রবেশ করে আপনার ইমেইল দিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিনঃ
http://uddokta.eksheba.gov.bd/pass-reset
· এছাড়া আপনি নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে একসেবায় নিবন্ধন করতে পারেনঃ লিংক
https://www.youtube.com/watch?v=bKqZI6rHx_Y
· একসেবা ওয়ালেট নিবন্ধন টিউটোরিয়াল লিংকঃ
https://www.youtube.com/watch?v=7labmaB78oY&t=1s
একসেবা উদ্যোক্তা প্লাটফর্মে নিবন্ধন, পাসওয়ার্ড রিসেট, রিপোর্ট আপলোড সংক্রান্ত যেকোনো সমস্যায় যোগাযোগ করুনঃ
জনাব প্রিন্স
মোবাইলঃ ০১৭৪২-০২৪৩৮৬
ইমেইলঃ [email protected]
এরপরেও কাঙ্ক্ষিত সেবা না পেলে নিচের ইমেইলে বিস্তারিত লিখে ইমেইল করুনঃ
CC:
ধন্যবাদ।