একশপ এটুআই প্রোগ্রাম হতে তৈরী একটি ই-কমার্স মার্কেটপ্লেস যেখানে বাংলাদেশের বিভিন্ন ই-কমার্স কোম্পানীসমূহ যুক্ত আছে। এর মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তায় জনগণের দোড়গোড়ায় প্রয়োজনীয় ওষুধ, বই ইত্যাদি পৌঁছে দেয়া হচ্ছে। "এক-শপ" থেকে অর্ডার করা যাবে ৫ লক্ষেরও বেশি পণ্য যেখানে পন্য গুদামজাত করবার কোনো প্রয়োজন নাই। এক-শপ থেকে পণ্য অর্ডার করলে সারাদেশে ছড়িয়ে থাকা পাঁচ হাজারেরও বেশী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে (ইউডিসিতে) এসে পণ্য দিয়ে যাবে কুরিয়ার কোম্পানি গুলো। পরিবহণের কারনে পণ্য নষ্ট বা খারাপ চলে গেলে সেই পণ্য আবার রিটার্ন করা যাবে। একশপের মাধ্যমে ক্রেতা এবং ইউনিয়নের উদ্যোক্তা উভয়েই লাভবান হবেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে পন্য কেনাকাটা আজ আর একটি স্বপ্ন নয়, বরং বাস্তবতায় রূপান্তরিত হয়েছে। একশপে আমরা পুরোপুরি মনযোগ দিয়েছি ইউনিয়ন পর্যায়ের মানুষদের। ফলস্বরূপ, একশপের মাধ্যমে দেশীয় গ্রামীন অর্থনীতির সুষ্ঠু বিকাশ হচ্ছে। দেশের যেকোনো প্রান্তে বসে একশপের মাধ্যমে আয় করছে উদ্যোক্তারা। এই চমৎকার উদ্যোগের সাথে যুক্ত হতে আজই এক-সেবার অনলাইন সেবা হতে একশপ মডিউলটি যুক্ত করুন আপনার একসেবা পোর্টালটি থেকে।
এক শপ প্লাটফর্মের মাধ্যমে কিভেবে পণ্য ক্রয় করবেন তার লিঙ্কঃ
এখানে ক্লিক করুন
https://ekshop.gov.bd/api/auth-check/