শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

প্রচারেও অভিনবত্ব

প্রচারেও অভিনবত্ব

ডিজিটাল সেন্টারের নতুন সোপানে পথ চলছি আমরা।যুক্ত হচ্ছে নতুন নতুন সেবা, তৈরি হয়েছে একসেবা, যুক্ত হচ্ছে পেমেন্ট গেটওয়ে।

সবকিছুর সাথে গুরুত্বপূর্ণ একটি অণুষঙ্গ নিয়ে আলোচনা করবো আজ। ডিজিটাল সেন্টারের প্রচার-প্রচারণা। এ বিষয়টি নিয়ে অনেক উদ্যোক্তাই আবেদন জানিয়েছিলেন, সেই সাথে বিভিন্ন গবেষণাতেও উঠে এসেছে প্রচার-প্রচারণা বৃদ্ধির প্রয়োজনীয়তা। এবার এটুআই এর উদ্যোগে সমন্বিত প্রচার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কি করতে যাচ্ছি আমরা:
১) লোকাল কেবল টিভি ও বিটিভির জন্য অ্যাড তৈরির কাজ চলছে।
২) বিভিন্ন এফ. এম রেডিও ও বাংলাদেশ বেতারে নিয়মিত অনুষ্ঠান, নাটিকা ও ঘোষণা (RJ endorsement) প্রচারিত হয়েছে ও হচ্ছে।
৩) সোশ্যাল মিডিয়ার জন্য সেবাভিত্তিক তথ্যচিত্র তৈরি করা হচ্ছে যা অচিরেই বিভিন্ন পাবলিক গ্রুপে বুস্টিংসহ পোস্ট করা হবে।
৪) নিকট ভবিষ্যতে ইউডিসির সেবা ও পরিচিতিভিত্তিক টিভি প্রোগ্রামও আয়োজন করা হবে।
৫) এছাড়াও স্থানীয় পর্যায়ে প্রচার বিষয়ক অনলাইন প্রশিক্ষণ উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হবে।

সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভ হোক ডিজিটাল সেন্টারে আপনার পথচলা।