শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫
বিস্তারিত

ভিলেজ ডিজিটাল সেন্টার/ একসেবা ডিজিটাল সেন্টার কি? কিভাবে সেন্টার নেওয়া যাবে? এসকল সেন্টারের উদ্যোক্তা হতে কি কি যোগ্যতা থাকতে হবে?

বাংলাদেশে ৮৭ হাজারের বেশি গ্রাম আছে। এসকল গ্রামে বসবাসকারী অধিকাংশ নাগরিকই প্রয়োজনীয় সরকারি বেসরকারি সেবাসমূহ সহজ উপায়ে গ্রহণ বিষয়ে সচেতন নয়। এছাড়াও সরকারি অফিস-ব্যাংকসমূহ অধিক দুরুত্বে অবস্থিত হওয়ায় নাগরিকের সেবাগ্রহণে দীর্ঘ শ্রম ঘন্টা ও আর্থিক ব্যয় হয়। এই পরিপ্রেক্ষিতেই গ্রাম পর্যায়ে সকল সেবা সহজ ও স্বল্প ব্যয়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ভিজেল ডিজিটাল সেন্টার/একসেবা ডিজিটাল সেন্টার সেন্টারের যাত্রা। ভিজেল ডিজিটাল সেন্টার/একসেবা ডিজিটাল সেন্টার মূলত: প্রতিটি গ্রামে (বাজার/গ্রোথ সেন্টার/দোকান/পাকা বাড়ীর কোন অংশ) একটি করে স্থাপন করা হবে। এসকল সেন্টার হতে ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে নির্ভরযোগ্য ও স্মার্ট উপায়ে একস্থান হতে নাগরিকের প্রয়োজনীয় সকল সরকারি-বেসরকারি সেবা, প্রবাসীর প্রেরিত রেমিট্যান্স, গ্রামের উৎপাদিত পণ্য অনলাইনে ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা, বিভিন্ন ব্যাংকিং সেবা, মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের সেবা, ব্যক্তিগত ও কৃষি লোন, বীমা (ইন্সুরেন্স) পলিসির আবেদন ও মাসিক প্রিমিয়াম জমা এবং টিকেটিংসহ অন্যান্য সেবা প্রদান করা হবে। উল্লেখ্য যে, ভিজেল ডিজিটাল সেন্টারটি পরিচালনা করবেন ঐ গ্রামের একজন নারী বা পুরুষ উদ্যোক্তা যিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ এবং আর্থিক সেবাপ্রদানে বিনিয়োগে উৎসাহী। উল্লেখযোগ্য সেবাসমূহ - ইউটিলিটি বিল প্রদান (বিদ্যুৎ, পানি ও গ্যাস), জমির পর্চা, খতিয়ান, নামজারির আবেদন, বিভিন্ন ভাতা প্রাপ্তির আবেদন ও টাকা উত্তোলন, চাকুরির আবেদন ও পরীক্ষার ফলাফল, পাসপোর্টের আবেদন ও ফি প্রদান, রেমিট্যান্সের টাকা উত্তোলন, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ডিপিএস খোলা, ফান্ড ট্রান্সফার , মোবাইল টপ-আপ, প্রবাসী তথ্য সেবা, ভূমি উন্নয়ন কর, হজ্বের প্রাক নিবন্ধন, ই-টিন ও ট্যাক্স রিটার্ন সেবা, বিমান, রেল ও বাসের টিকেট , ভিসা আবেদন ও চেকিং, ভূমি উন্নয়ন কর, টেলিমেডিসিন, ইন্স্যুরেন্স   ভিজেল ডিজিটাল সেন্টার/একসেবা ডিজিটাল সেন্টার সেন্টার–এর উদ্যোক্তার যোগ্যতাঃ - উদ্যোক্তাকে তার এনআইডি’তে উল্লিখিত গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে; - অন্তত:পক্ষে এইচএসসি পাশ; - আর্থিক সচ্ছলতা ও বিনিয়োগে সামর্থ হতে হবে; - সেবা প্রদানে নগদ অর্থ পরিশোধে সামর্থ; - প্রযুক্তি নির্ভর ডিজিটাল আর্থিক সেবা কার্যক্রম পরিচালনার সক্ষমতা; - এলাকায় একজন সচ্ছ ইমেজের সৎ ও ভাল মানুষ হিসেবে পরিচিতি; - রাষ্ট্রবিরোধী বা ফৌজদারী অপরাধের অভিযোগমুক্ত; ভিজেল ডিজিটাল সেন্টার/ একসেবা সেন্টার স্থাপনে নিজস্ব অবকাঠামো; - প্রতিকুল অবস্থায় গ্রাহককে সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ; - আর্থিক সেবা সম্পর্কিত সার্বিক নিরাপত্তা সচেতনতা; - নিজ কাজের প্রতি সততা, পেশাদারিত্ব; - নিজেকে নতুন এ ব্যবসায় প্রতিষ্ঠার মানসিকতা। অবকাঠামো - বুথটি একটি পাকা ঘরে স্থাপিত হবে; - আয়তন অন্তত ১০০ থেকে ৩০০ বর্গফুট হবে; - সাইনবোর্ড/ব্যানার/নির্দেশিকা থাকবে; - বুথের মধ্যে বোর্ড/গ্লাস দিয়ে সার্ভিস সেন্টার থাকবে; - সেবাগ্রহীতাদের বসার/অপেক্ষার জন্য চেয়ার/সোফা থাকবে; - বৈদ্যুতিক সংযোগ থাকবে; - পাওয়ার ব্যাক-আপ (আইপিএস/সোলার সিস্টেম) থাকবে; - সর্বোপরি সার্বিক নিরাপত্তার ব্যবস্থা; প্রয়োজনীয় যন্ত্রপাতি - ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (যার প্রসেসর ৬৪ বিট সাপোর্ট করে); - পস (পিওএস) ম্যাশিন (সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক স্বল্পমূল্যে সরবারহ করা হবে); - উন্নতমানের একটি স্মার্ট মোবাইল ফোন সেট (এটি থাকলে ডেস্কটপ/ল্যাপটপ ছাড়াই সেবা প্রদান করা যাবে); - উন্নতমানের বায়োমেট্রিক ডিভাইস; - ওয়েবক্যাম (মোবাইল ফোন/কম্পিউটারে সংযুক্ত থাকলে পৃথক প্রয়োজন নেই) - স্ক্যানার ম্যাশিন (মোবাইলে ক্যামস্ক্যান এ্যাপস দিয়েও কাজ চালানো যাবে)। যোগাযোগঃ - কেন বুথ নিতে চায় - গ্রামের জনসংখ্যা কত - উদ্যোক্তার শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা কি। - বর্তমানে উদ্যোক্তা কি করছে তাঁর বিবরণ - বুথ পরিচালনায় কত টাকা বিনিয়োগ করতে সক্ষম বর্তমানে উপরোক্ত বিষয়গুলো উল্লেখ করে ইমেইলে ([email protected] [email protected]) নেওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদন করবে নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখসহ। আগ্রহীরা এই লিঙ্কে আবেদন করতে পারবেনঃ https://forms.gle/KLg1XjQPAAK2JjGS9 তথ্য সহযোগিতার প্রয়োজনে যোগাযোগ নম্বর- 01916742219, 01711181540