স্বাস্থ্য সেবা (এটিএন কেয়ারক্লুজ মেডিকেয়ার)


দেশের সকল ডিজিটাল সেন্টার থেকে অনলাইন সেবার মাধ্যমে (web based application) দেশে এবং বাইরে দেশের বাইরে চিকিৎসা সেবা নেয়ার ক্ষেত্রে যাবতীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে গত ১লা মার্চ ২০১৭ একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সাথে এয়ার ওয়ার্ল্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একটি web based application এর মাধ্যমে বাংলাদেশ/ইন্ডিয়া/অন্য দেশে বিভিন্ন মেডিকেল প্রফেশনালস, রোগী, হাসপাতাল, ক্লিনিক এর তথ্য সংক্রান্ত নানাবিধ সযোগিতা, সংশ্লিষ্ট সঠিক ডাক্তার/হাসপাতালের এপয়েন্টমেন্ট বুকিং,রোগীদের পাসপোর্ট ও ভিসা প্রসেসিং সংক্রান্ত সেবা,স্থানীয় এবং আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম ব্যবস্থা, চাহিদানুযায়ী থাকার জায়গার ব্যবস্থা এবং এই ধরনের যেকোন সেবা একটি নির্দিষ্ট গ্রুপের মানুষদের (attendants ও সংশ্লিষ্ট অনুষদ বরাবর চিকিৎসা) ক্ষেত্রে যাবতীয় সহযোগিতা প্রদান সম্ভব হবে। এই উদ্যোগের দ্বারা উপরোক্ত সেবাসমূহ দেশের সকল ডিজিটাল সেন্টার থেকে স্বল্প খরচে এবং সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।